প্রাচ্যের অক্সফোর্ড নবদ্বীপের প্রাচীনতম এবং ঐতিহ্যমন্ডিত শিক্ষাঙ্গন নবদ্বীপ হিন্দু হাই স্কুল। ঊনিশ শতক থেকে গোটা দেশের সঙ্গে এই বাংলায়ও দেবভাষার একছত্র আধিপত্যে ক্রমেই থাবা বসাতে শুরু করে শাসক পেষিত ইংরেজী নির্ভর পাশ্চাত্য শিক্ষা। চৈতন্যধাম নবদ্বীপ ও তার ব্যতিক্রম ছিল না। ডিয়ার সাহেব, রেভারেন্ড হাসেল সাহেব প্রমুখ মিশনারী উদ্যোগে তিনের দশক থেকেই নবদ্বীপের বুকে গড়ে ওঠে একাধিক ইংরেজী শিক্ষার বিদ্যালয়। প্রগতিমনস্ক ইংরেজী শিক্ষিত দেশীয় ব্যক্তিগন ও এই সকল বিদ্যালয়ে শিক্ষকতা কর্মে নিযুক্ত হতে শুরু করেন। কিন্তু ঊনিশ শতকের শেষার্ধে বিভিন্ন মিশনারী স্কুলে হিন্দু ধর্ম ও দেবদেবী বিরোধী পাঠ্যক্রম চালু হলে নবদ্বীপের বিদগ্ধ সমাজ রুখে দাঁড়ান। ১৮৭১খীষ্টাব্দে তৎকালীন নবদ্বীপের বিশিষ্ট ব্যক্তিত্ব নৃসিংহপ্রসাদ  দাস ওরফে নাসিবাবুর বৈঠকখানায় (বর্তমান সমাজবাড়ী) বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তির উপস্থিতিতে মিশনারী আধিপত্য মুক্ত এক দেশীয় বিদ্যালয় স্থাপনের সর্বসমম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই সম্পন্ন হয় নবদ্বীপ হিন্দু হাই স্কুলের সলতে পাকানোর কাজটি। প্রাথমিকভাবে নসিবাবুর বৈঠকখানাতেই ১৮৭১খ্রীষ্টাব্দে নবদ্বীপ হিন্দু হাই স্কুলের সূচনা ঘটে। তবে কিছুদিনের মধ্যেই এই স্কুল ষষ্টীতলা স্থিত রাইমণি রানীর বাড়ীতে উঠে আসে। নবদ্বীপের সারস্বত মহলে এই দেশীয় বিদ্যালয়টি তুমুল আলোড়ন সৃষ্টি করে। দিন দিন এর ছাদে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। রাইমনি দেবীর বাড়ীতে স্থান সংকুলানের অভাব দেখা দেয়। সময়টা তখন ১৮৭৩ খ্রীষ্টাব্দ। নবদ্বীপের দুই বিদ্যানুরাগী ব্যক্তিত্ব তারিনী চট্টোপাধ্যায়ের দান কৃত দুই বিঘা জমি এবং ধনী ব্যবসায়ী রতনমণি কুন্ডুর অর্থানুকূল্যে নির্মিত হয় নবদ্বীপ হিন্দু হাই স্কুলের বর্তমান মূল ভবনটি। নবকৃষ্ণ গাঙ্গুলীর প্রধান শিক্ষকতায় এবং তারিনী চট্টোপাধ্যায়ের সুযোগ্য সস্পাদনায় নবদ্বীপের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল আত্মপ্রকাশ নবদ্বীপ হিন্দু হাই স্কুলের।

এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। পরাধীনতার গ্লানি মোচন করে স্বাধীন হয়েছে দেশ। শতাব্দী পেরিয়ে সার্ধশতবর্ষের দোরগোঁড়ায় দাঁড়িয়ে চৈতন্যভূমি নবদ্বীপের প্রাচীন বটবৃক্ষসম এই শিক্ষা প্রতিষ্ঠান। যার শাখা-প্রশাখা আজ গোটা শহর জুড়ে বিস্তৃত। বস্তূত: এই শহরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রাচীন বটবৃক্ষের শাখা-প্রশাখা বললেও অত্যুক্তি হয় না। অগনিত প্রজ্ঞাবান আচার্যের নিরলস বিদ্যাদানে এই বিদ্যালয় অসংখ্য উজ্জ্বল জ্যোতিকের জন্ম দিয়েছে, যাদের আলোক বিচ্ছুরণে দেশ-বিদেশ হয়েছে আলোকিত। তিন-তিনটি শতাব্দী ছুঁয়ে যাওয়া বহু ঘাত-প্রতিঘাতের সাক্ষী আমাদের প্রিয় এই বিদ্যালয় স্বয়ং এক জীবন্ত ইতিহাস। যার গর্বিত শরিক আমরাও। প্রাচীন এই বিদ্যালয়ে ছাএদের শিক্ষাদান কর্মকে যুগোপযোগী করে তোলার প্রয়োজনে পঞ্চম শ্রেণি থেকেই কম্পিউটার পঠ্যক্রম আবশ্যিক করা হয়েছে এবং বিভিন্ন বিষয় ভিত্তিক স্মার্ট ক্লাসরুম ও চালু হয়েছে। উচ্চমাধ্যমিক স্তরেও বিজ্ঞান, কলা এবং বানিজ্য -- এই তিনটি বিভাগ ই অত্যন্ত সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নবদ্বীপ হিন্দু হাই স্কুল নদীয়া জেলা তথা রাজ্যের এক পরিচিত নাম। আগামীতেও আমাদের প্রিয় এই বিদ্যালয় নবদ্বীপের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে আশা রাখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information & Communication Technology - ICT) শিক্ষার ক্ষেত্রেও এনেছে এক অন্যতম মাত্রা। ডিজিটাল বিশ্বায়নের যুগে অতীত ও বর্তমানের মধ্যে মেলবন্ধন এবং ছাএ-শিক্ষক ও অভিভাবক / অভিভাবিকাদের মধ্যে নিবিড় যোগসূত্র রচনার উদ্দেশ্যে এই বিদ্যালয় ওয়েবসাইটের সূচনা। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্ৰিক মান উন্নয়ন এবং তথ্যের অবাধ নিশ্চিতকরণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশি রাখি।

Opening Hours - Monday - Friday  -> 10:30-16:30,  Saturday -> 10:30-13:30,  Sunday ->  Close